মার্চ ০৮, ২০১৭ 0
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই
[I]চিন্তা করেনতো আপনার বন্ধুর কম্পিউটারে
এমন একটি ট্রিক্স খাটালেন যাতে আপনার বন্ধু একটি
ফাইলে ক্লিক করার সাথে সাথে তার কম্পিউটার তার
কোন অনুমতি ছাড়াই বন্ধ হয়ে গেলো। কত
মজাই তাই না ?[/I]
চলুন তাহলে শুরু করি। এই ট্রিক্স টা অনেকেই
জানেন বা অনেক পুরানো কিন্তু অনেকেই
এখনো এইটা জানেন না। যারা জানেন না তাদের
জন্য এই টিউন টি।[/b]
১। প্রথমে আপনার ডেস্কটপ এ মাউস এর রাইট
ক্লিক করে নিউ এ যাবেন এবং এরপরে শর্টকার্ট এ
যাবেন।
২। নিচের কোডটি বক্স এ লিখুন। (-t হলো কত
সময় পরে কম্পিউটার বন্ধ সময় হবে(সেকেন্ড
হিসাবে দিবেন) এবং -c হলো আইকন এ ক্লিক
করলে কি লিখা আসবে)
৩। এখন ফাইলটির যেকনো একটি নাম দিয়ে ফিনিশ
করুন।
ফাইলটি আপনি ডেস্কটপে দেখতে পারবেন।
৪। এখন ফাইলে রাইট ক্লিক করে প্রপারটিস এ
যাবেন।
৫। এখন চেঞ্জ আইকন এ ক্লিক করে আপনার
পছন্দ মত আইকন সেট করুন এবং এপ্লাই করুন।
এবার আপনার বন্ধু যখনি ওই আইকনে ক্লিক করবে
তখনি একটি নটিফিকেশন দেখতে পাবে এবং আপনি
যে টাইম সেট করেছেন ঐ সময় পরে
কম্পিউটার বন্ধ হয়ে যাবে।

0 Comments for " "

Featured Post

Facebook id unlock tips 2022 November

  আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার আমার দেখা। সবাই তো ভুলেই গেছেন মনে হয় 🥺। আশা করি সবাই ভালো আ...