বাংলাদেশ আর্মি তে কোন পদবি তে যোগদান করতে কি কি যোগ্যতা লাগে

জানুয়ারী ২৪, ২০১৯ 0
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _
 ( আমি আপনাদের মাঝে নতুন একজন টিউনার )
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বাংলাদেশ আর্মি তে কোন পদবি তে যোগদান করতে কি কি যোগ্যতা লাগে (বিস্তারিত) )
[ যদি ও এটি টেকনোলজি বিষয় পোষ্ট নয় তারপর আশা করি অনেকের অনেক তথ্য জানা হবে এবং উপকার হবে ]

“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “
বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের পোষ্ট _
আমরা বেশির ভাগ মানুষ সেনাবাহিনী এর চাকরি বলতে অই সৈনিক এর চাকরি কেই বুঝি (গ্রামের মানুষ এটা বেশি ভাবে) যাই হোক আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো।

শিক্ষাগত যোগ্যতা ঃ

  • এস এস সি  S.S.C (সর্বনিম্ন )
  • এইচ এস সি  (H.S.C)
  • বিবিএ/ডিগ্রি/অনার্স  (BBA/degree/honors)
  • এব বি বি এস  (M.B.B.S )
  • এফ সি পি এস ( F.C.P.S )

শারীরিক যোগ্যতা ঃ

পুরুষ 
  • উচ্চতা ঃ ৫’৬ মিনিমাম (সাধারন স্কেল এ ৫’৭ থাকা লাগবে )
  • বুকের মাপঃ ৩০-৩২ (সাধারন ভাবে ৩০ এবং নিশ্বাস নিয়ে ফুলিয়ে ২ ইঞ্চি বাড়িয়ে ৩২ হতে হবে মিনিমাম)
  • ওজনঃ মিনিমাম ৫০ থেকে সর্বোচ্চ ৬০-৬৫ (উচ্চতা এর উপর নির্ভর করে ওজন হিসাব করা হব)
  • চোখঃ ৬/৬  (৬/৬ এর থেকে একটু বেশি থাকলে ভালো)
মহিলা 
  •  উচ্চতা ঃ (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন  (১০৩ পাউন্ড), বুকের মাপ  (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
  • ওজনঃ ৪৭ কেজি
  • বুকের মাপঃ
  • বুকের মাপ  (সাধারন ভাবে ২৮ এবং নিশ্বাস নিয়ে ফুলিয়ে ২ ইঞ্চি বাড়িয়ে ৩০ হতে হবে মিনিমাম
  • চোখঃ ৬/৬  (৬/৬ এর থেকে একটু বেশি থাকলে ভালো)

পদবী এবং শিক্ষাগত যোগ্যতা ঃ

NCO – সৈনিক – এস এস সি  S.S.C (সর্বনিম্ন )/এইচ এস সি (H.S.C)
[রেজাল্ট *  SSC অথবা HSC -GPA -3.00 মিনিমাম ]
(H.S.C পাশ প্রার্থিদের একটু বেশি অগ্রাধিকার দেয়া হয়)
CO – ল্যাফটেনেন্ট /এইচ এস সি  (H.S.C)
[রেজাল্ট *   SSC-GPA-5 এবং HSC -GPA-4.50 মিনিমাম ]
J.C.O- ওয়ারেন্ট অফিসার (Education JCO) /বিবিএ/ডিগ্রি/অনার্স  (BBA/degree/honors)
[রেজাল্ট * SSC-3.00 , HSC 3.00, BBA/degree/honors – 2.5 ]
C.O- ক্যাপ্টেন/এব বি বি এস  (M.B.B.S )
[রেজাল্ট SSC/HSC -GPA -5 (মিনিমাম ) M.B.B.S ইন্টার্নশিপ সম্পূর্ণকারী ]
C.O- মেজর /এফ সি পি এস ( F.C.P.S )
[ রেজাল্ট SSC/HSC -GPA -5 (মিনিমাম )FCPS
[ বিদ্রঃ গ্রামে প্রচলিত টাকা দিয়ে দালাল দিয়ে চাকরি হয় এটি থেকে বিরত থাকুন আর্মি তে দালাল টাকা দিয়ে চাকরি হয় না আপনি নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেলে দালাল তখন নিজে চাকরি দিয়েছে বলে দাবি করে তবে হ্যাঁ – আপনার যদি কোন আত্মীয় থাকে আর্মি তে সে যদি ইচ্ছা করে আপনার জন্য সামান্য সুপারিশ করতে পারবে এর থেকে বেশি কিছু না ]
 ।যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো ।
(কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন )
ভালো থাকবেন

(আল্লাহ্‌ হাফেজ

0 Comments for " বাংলাদেশ আর্মি তে কোন পদবি তে যোগদান করতে কি কি যোগ্যতা লাগে"

Featured Post

Facebook id unlock tips 2022 November

  আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার আমার দেখা। সবাই তো ভুলেই গেছেন মনে হয় 🥺। আশা করি সবাই ভালো আ...