ইউটিউব হতে টাকা কামানোর সাতকাহন

মে ০১, ২০১৭ 0

ইউটিউব হতে টাকা কামানোর সাতকাহন

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন।আমার পোস্টটি তাদের জন্য যারা ইউটিউব থেকে আয় করবেন বলে ভাবছেন কিন্তু শুরু করতে পারছেন না অথবা যারা শুরু করেও অসফল হয়েছেন তাদের জন্য। তবে আমার এ পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন, আশা করি আজই শুরু করতে পারবেন। আমার এ লেখা অনুযায়ী ধাপে ধাপে কাজ করবেন অবশ্যই সফল হবেন।
যে কোন কাজ করতে হলে আমি যে কথার উপর সবচেয়ে বেশি বিশ্বাসী সেই কথাটা দিয়েই শুরু করলাম, আর সেটা কথাটা হলো “আপিনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে ভালোভাবে জানা”, না জেনে কোন কাজ করলে তার ফল ভালো হয় না। তাই আপনাকে কাজ শুরু করার আগে অবশ্যই কাজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যাহোক, আমাদের আজকের কাজের বিষয় হলো ইউটিউব।
এবার আসি ইউটিউব নিয়ে বিস্তারিত আলোচনায়-
#ইউটিউব_কি?
ইউটিউব হল বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট, যার মাধ্যমে যেকোন ইউজার নিজের ভিডিও আপলোড করতে পারে এবং অন্যদের আপলোড করা ভিডিওগুলোও দেখতে পারে। ইউটিউব ২০০৫ সালে প্রথম মুক্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে এবং বর্তমানে এর জনপ্রিয়তা সবার শীর্ষে। এই ওয়েবসাইটের শ্লোগান হল “broadcast yourself”.
#_ইউটিউব_মার্কেটিং_কি?
যারা অনলাইনের সাথে জড়িত তাদের মধ্যে এমন কাউকে খুজে পাওয়া যাবে না যে ইউটিউবের নাম জানেনা বা ইউটিউবে ভিডিও দেখে না। বর্তমানে ভিডিও শেয়ারিং এবং দেখার জনপ্রিয় একটি সাইট হচ্ছে ইউটিউব। অথচ আমরা অনেকেই জানিনা যে ইউটিউব থেকেও ইনকাম করা যায়। ইউটিউব থেকে ইনকাম করার যে কার্য পদ্ধতি, এই পদ্ধতিকেও একরকম ইউটিউব মার্কেটিং বলা যায়।
সোজা কথায়, ইউটিউবে ভিডিও আপলোড ও শেয়ার করে অর্থ উপার্জন করাকেই ইউটিউব মার্কেটিং বলে। প্রশ্ন উঠতে পারে, ইউটিউব কেন অর্থ প্রদান করে? এই প্রশ্নের উত্তর নিচে দেয়া আছে।
#ইউটিউব_কেন_টাকা_দেয়:
ইউটিউব হল গুগলের একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিংসাইট, অ্যালেক্সা র্যাংকিং অনুযায়ী গুগলের পরেই এর স্থান (মানে ২ নম্বর সাইট)। ইউটিউব আপনাকে টাকা দেয়, কারন তারা (মানে ইউটিউব) আপনার ভিডিও-তে অ্যাড প্রকাশ করে আর অ্যাড পাবলিশারদের কাছ থেকে টাকা নেয় আর সেই টাকার একটা অংশ ইউটিউব রেখে, বাকি অংশ আপনাকে দেয়।
#ইউটিউবে_আয়_করতে_প্রথম_ধাপে_যলাগবে-
*ধৈর্য্য বা কাজ করার দৃঢ় মানসিকতা
*কম্পিউটার
*ইন্টারনেট
যদি আপনার প্রথম ধাপের সব ঠিক থাকে তাহলে দ্বিতীয় ধাপে আপনার যা লাগবে-
প্রথমে পছন্দ অনুযায়ী টপিক বা নিস নির্বাচন করুন।
ইউটিউব ও গুগুলে গিয়ে আপনার নির্বাচিত টপিক দিয়ে সার্চ দিয়ে দেখুন সেগুলো দিয়ে কেউ সার্চ দেয় কিনা, সার্চ না দিলে এরকম টপিক নির্বাচন করুন যা দিয়ে লোকজন সার্চ দেয়।
টপিক বা নিস নির্বাচন হয়ে গেলে ঐ টপিক বা নিস দিয়ে ইউটিউবে চ্যানেল তৈরি করুন।
এবার চ্যানেলে সব ইনফরমেশান দিয়ে সুন্দরভাবে সাজান।
আপনার নির্বাচিত টপিক বা নিস অনুযায়ী ডাটা সংগ্রহ করুন।
ডাটা সংগ্রহ হলে এবার ভিডিও তৈরি করুন। ভিডিও তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন যে, যতটা সম্ভব ভিডিওটা যেন প্রফেশনাল মানের হয়।
আপনার নির্বাচিত টপিক বা নিস অনুযায়ী ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করুন।
টপিক বা নিস অনুযায়ী প্রফেশনাল মানের থাম্বনাইল তৈরি করুন।
সব কিছু প্রস্তুত হয়ে গেলে এবার ভিডিও আপলোড করুন।
ভিডিও আপলোড হয়ে গেলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। যদি কারো এস.ই.ও জানা থাকে, তাহলে এস.ই.ও করতে পারেন।
তবে পোস্টটি শেষ করার আগে সবাইকে অনুরোধ করবো অন্যের ভিডিও নকল করে আপলোড করবেন না, এটা ইউটিউব পছন্দ করে না, এমনকি আপনার চ্যানেল সাসপেন্ডও করে দিতে পারে। আপনি চাইলে ইউটিউব থেকে সারা জীবন আয় করতে পারবেন, তাহলে নকল করে কেন ঝুকি নিতে যাবেন।
একটু মনযোগ সহকারে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন আর ঘুড়ে যাবে আপনার জীবন গাড়ির চাকা এবং সফলতা আপনাকে হাত বাড়িয়ে ডাকবে।

0 Comments for "ইউটিউব হতে টাকা কামানোর সাতকাহন"

Featured Post

Facebook id unlock tips 2022 November

  আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার আমার দেখা। সবাই তো ভুলেই গেছেন মনে হয় 🥺। আশা করি সবাই ভালো আ...